ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

২০২৮ ইউরোর আয়োজক যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
২০২৮ ইউরোর আয়োজক যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

আগেই গুঞ্জন উঠছিল ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে, ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে। সেটিই এবার সত্য হলো।

আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে যৌথভাবে প্রস্তাব দেয় তুরস্ক। একইসঙ্গে ২০২৮ সালের আসর থেকে সরে দাঁড়ায় তারা। এতেই দুই আসরের আয়োজক দেশ প্রায় চূড়ান্ত হয়ে যায়।

উভয় আসরের আয়োজক ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে আগেই নির্ধারণ হয়ে যায়। তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার।

আগামী বছর ইউরোর ১৭তম আসর বসবে জার্মানিতে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।