ইনজুরির কারণে মেসির মাঠে নামা নিয়ে ছিল শঙ্কা। সেটি কাটিয়ে ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি।
লিমায় আজ বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে দুইটি গোলই আসে মেসির পা থেকে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। তবে পেরুও কম যায়নি। সুযোগ পেলেই আক্রমণে উঠতে ভুল করেনি স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ২৯তম মিনিটে দারুণ সুযোগ পায় পেরু। তবে পাওলো গেরেরোর দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।
তিন মিনিট পরেই পাল্টা আক্রমণ করে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে নিকো গনসালেসকে বল বাড়ান এনসো ফের্নান্দেস। আর গনসালেসের কাটব্যাক থেকে ঠিকানা খুঁজে নেন মেসি। ৪২তম মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন ইন্টার মায়ামির এই তারকা। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে পেরুর জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
বিরতির পর একইভাবে খেলতে থাকে দুই দল। তবে গোল পাওয়া হয়নি কারও। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচের সবগুলো জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে আর্জেন্টিনা। ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরইউ