ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আগামীকাল ঢাকা আসছে মোহনবাগান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
আগামীকাল ঢাকা আসছে মোহনবাগান 

এএফসি কাপে খেলতে ভারতের ভিসা পেতে বেশ বেগ পেতে হয়েছে বসুন্ধরা কিংসকে। ভিসা জটিলতায় ম্যাচ খেলাই অনিশ্চিত হয় পরেছিল কিংসের।

পরবর্তীতে তারা নানা প্রতিবন্ধকতায় অ্যাওয়ে ম্যাচ খেললেও মোহনবাগানকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।

আগামীকাল (রোববার) বিকেলে ঢাকায় পৌঁছাবে মোহনবাগান। পরদিন সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে তাদের অনুশীলন করার কথা রয়েছে। ৭ নভেম্বর রাত ৮টায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ। বসুন্ধরা কিংস ম্যাচের সময় এগিয়ে আনতে চাইলেও, এএফসি সম্প্রচার সুবিধার জন্য সময় পরিবর্তন করেনি।  

এএফসি কাপের দক্ষিণ এশিয়ান গ্রুপ থেকে একটি দল পরবর্তী রাউন্ডে যাবে। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। কিংস চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পরবর্তী রাউন্ডে খেলতে হলে কিংসকে এই ম্যাচে পয়েন্ট পেতেই হবে। দুই দলের আগের লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।