ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপ

সেরার তালিকায় কিংসের মিগেল দামাসেনার গোল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
সেরার তালিকায় কিংসের মিগেল দামাসেনার গোল

এএফসি কাপের সেরা আট গোলের তালিকায় বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগেল দামাসেনার একটি গোল স্থান পেয়েছে। ৭ নভেম্বর কিংস অ্যারেনায় ভারতের মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ৭৪ মিনিটে আইভরি কোস্টের দিদিয়েরের বাড়ানো বল থামিয়ে শরীর ঘুরিয়ে দুর্দান্ত শট নেন দামাসেনা।

বল মোহনবাগানের জালে জড়ালেই জেগে ওঠে কিংস অ্যারেনা। এটা ছিল সমতাসূচক গোল। এরপর মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়নরা।

ওই গোলটি এখন এএফসি কাপের গ্রুপ পর্বের চতুর্থ দিনের ম্যাচগুলোতে হওয়া গোলগুলোর সেরা আটের মধ্যে আছে। এএফসির অফিসিয়াল ওয়েবসাইট চতুর্থ দিনের ম্যাচগুলো থেকে সেরা ৮ গোল বাছাই করে দর্শকের ভোটে দিয়েছে। এএফসি তাদের ওয়েবসাইটে ওই গোল আটটির ভিডিও ফুটেজও তুলে দিয়েছে।

আজ বিকেল ৫ টা পর্যন্ত দর্শক ভোট দিতে পারবেন এএফসি কাপের ওয়েবসাইটে গিয়ে। দর্শকের ভোটেই বিজয়ী হবেন একজন। ভোট শেষ হওয়ার আগে আজ (রোববার) সকাল ১১ টা পর্যন্ত অনেক ব্যবধানে এগিয়েছিলেন কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ওই পর্যন্ত প্রদত্ত ভোটের ৯২ ভাগ পড়েছে মিগেলের গোলে। রবার্তো ছাড়া বাকি সবাই এখন পর্যন্ত ১ শতাংশ ভোট পেয়েছেন। তাই বলা যায় বড় ব্যবধানেই সেরার তকমা পেতে চলেছে মিগেলের গোলটি।


বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।