ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরোর মূলপর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ইউরোর মূলপর্বে ইতালি

বেশ কয়েকটি আক্রমণের পরও গোলের দেখা পায়নি ইতালি, তবে নিজেদের রক্ষণভাগও শক্ত করে রেখেছিল তারা। আর তাতেই ধরা দিল সাফল্য।

ইউক্রেইনকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।  

ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে কোয়ালিফাই করতে কেবল এক পয়েন্ট দরকার ছিল ইতালির। সেটিই করে দেখাল তারা; গতকাল রাতে জার্মানির লেভারকুজেনে ম্যাচটি গোলশূন্য ড্র করে। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলার অনিশ্চয়তাও দূর করলো দলটি। গত বিশ্বকাপে কপাল পুড়েছিল তাদের।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখা ইতালি বেশ কয়েকটি আক্রমণ সাজায়। তবে জালের দেখা পাওয়া হচ্ছিল না। প্রথমার্ধে এমন আক্রমণ চালানোর পর দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলতে থাকে তারা। মূলত পরবর্তী পর্বে উঠতে মাত্র একটি পয়েন্ট দরকার থাকার কারণেই রক্ষণের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছিল দলটি। এবং শেষ পর্যন্ত সেটিই করে দেখিয়েছে।  

পয়েন্ট টেবিলে সমান ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান ইতালি ও ইউক্রেইনের। প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়ার কারণেই এগিয়ে থেকে ইতালি উঠল মূল পর্বে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।