ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ৫টা ৪৫ এ মুখোমুখি হবে দুই দল।

অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন।

কার্ডজনিত সমস্যায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও রাইটব্যাক সাদ উদ্দিন এই ম্যাচে খেলতে পারছেন না। এই দুইজনের স্থলাভিষিক্ত হয়েছেন শেখ মোরসালিন ও ইসা ফয়সাল।

এছাড়া সেন্টার ব্যাক হাসান মুরাদের জায়গায় খেলছেন শাকিল হোসেন এবং মিডফিল্ডার মজিবুর রহমান জনির পরিবর্তে প্রথম একাদশে মোহাম্মদ সোহেল রানা। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারার পর লেবানন ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন পয়েন্টের জন্য নামছেন জামাল ভুঁইয়ারা। লেবানন তাদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। তাই এ ম্যাচ থেকে তারাও তিন পয়েন্ট তুলে নিতে চাইবে।

বাংলাদেশ একাদশ:

গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তারিক কাজী, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল
মধ্যমাঠ: জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়।
আক্রমণ: ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।