ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

কিংসের বাঁচা-মরার লড়াইয়ে একাদশে ফিরলেন রবসন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
কিংসের বাঁচা-মরার লড়াইয়ে একাদশে ফিরলেন রবসন

 ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। কেবল ড্র করলেই পরের পর্বে পা রাখবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন রবসন রবিনহো।

ওড়িশা এফসির বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে একাদশে ফিরেছেন মধ্যমাঠের অন্যতম চার্লস দিদিয়ের। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা গোলরক্ষক আনিসুর রহমান দলের সঙ্গে গেলেও অস্কার ব্রুজোন ভরসা রেখেছেন তরুণ মেহেদি হাসান শ্রাবণের ওপরই। এএফসি কাপে ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে এই ম্যাচে বসুন্ধরা কিংসের দরকার এক পয়েন্ট। তবে কিংস চোখ রাখছে জয়েই। আর ওড়িশার দরকার জয়। পাঁচ ম্যাচে কিংসের পয়েন্ট ১০ আর ওড়িশার ৯। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনাল খেলবে।

কিংস একাদশ:
গোলরক্ষক: মেহেদি হাসান শ্রাবণ
রক্ষণ: তারিক কাজী, ববুরবেক, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন
মধ্যমাঠ: আসরর গফুরোভ, চার্লস দিদিয়ের ও মিগেল ফিগেইরা।
আক্রমণ: রবসন রবিনহো, দরিয়েলতন গোমেজ ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।