ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

এএফসির পেজ থেকে উধাও কিংস-ওড়িশা ম্যাচের হাইলাইটস

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এএফসির পেজ থেকে উধাও কিংস-ওড়িশা ম্যাচের হাইলাইটস

গতকাল এএফসি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের ক্লাব ওড়িশার বিপক্ষে 'বাজে' রেফারিংয়ের শিকার হয়েছে বসুন্ধরা কিংস। ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

দৃষ্টিকটু এই সিদ্ধান্ত যেনো ধামাচাপা দিতে চাইছে এএফসি।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি কাপ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। এই পেজে এএফসি কাপের প্রতি ম্যাচের হাইলাইটস প্রকাশ করে। এই পেজে গতকাল কিংস ও ওড়িশাকে নিয়ে একটি পোস্ট হলেও সেই ম্যাচের হাইলাইটস ভিডিও নেই। গতকালকের অন্য ম্যাচগুলোর ভিডিও ঠিকই রয়েছে।  

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ ফেসবুক পেজ ছাড়াও ইউটিউবে এশিয়ান হাব নামে একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ম্যাচের হাইলাইটস থাকলেও লাল কার্ডের অংশটি নেই। অথচ সেটিই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

ফেসবুক পেজে নেই ভিডিও, আর ইউটিউবে নেই লাল কার্ডের অংশ তাই এএফসির নিরপেক্ষতা নিয়েও বাংলাদেশের ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।