ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় করিম বেনজেমার দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় করিম বেনজেমার দলের

এবারের পাঁচটি ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়ী করিম বেনজেমার কারণে আল ইত্তিহাদকে নিয়েও কিছুটা কৌতুহল ছিল। কিন্তু সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নরা হেরে বিদায় নিলো।

পাঁচবার রিয়াল মাদ্রিদের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিয়ে প্রত্যেকবার ট্রফি জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। এই প্রথমবার খালি হাতে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেলেন তিনি।

ঘরের মাঠ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মিসরীয় ক্লাব আল আহলির মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ক্লাব আল ইত্তিহাদ। এই ম্যাচে নিজে একটি গোল করলেন। একটি পেনাল্টিও মিস করলেন করিম বেনজেমা। যার ফলে আল আহলির কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আল ইত্তিহাদের।
২১তম মিনিটে আল আহলি গোলমুখ খোলেন। আল ইত্তিহাদের ডিফেন্ডার হাসান কাদেশ বক্সের মধ্যে হ্যান্ডবল করলে লেফট ব্যাক আলি মালুল পেনাল্টি থেকে ১-০ করেন।

মার্সেলো গ্যালার্দোর দল সমতা ফেরাতে মরিয়া ছিল। তারাও পেনাল্টি পায়। আল আহলি ডিফেন্ডার মোহামেদ আব্দেলমোনেমের প্রতিপক্ষের বক্সের মধ্যে হ্যান্ডবল করেন। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার বেনজেমা জাল কাঁপাতে ব্যর্থ হন। গোলকিপার মোহামেদ আল শেনাউই চমৎকারভাবে রুখে দেন তার শট।

ঘড়ির কাঁটা ঘণ্টা পেরুনোর আগে আল আহলি ব্যবধান বাড়ান। হুসেইন আল শাহাত বাঁকানো শটে জালে বল জড়ান। তিন মিনিট পর কাহরাবার ক্রসশট থেকে ইমাম আশোর ৩-০ করেন।

২০০৫ সালে সেমিফাইনালের পর প্রথমবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি চ্যাম্পিয়নরা যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল করে বেনজেমার শটে। তার মিনিটখানেক আগে অ্যান্থনি মোদেস্তে লাল কার্ড দেখলে আল আহলি ১০ জনের দলে পরিণত হয়।

আগামী মঙ্গলবার অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ী উরাওয়া রেড ডায়মন্ডস।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।