ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম: অস্কার ব্রুজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম: অস্কার ব্রুজন

ফেডারেশন কাপের গত আসরে মোহামেডানের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। তবে এই আসরে শিরোপাজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন দলটির কোচ অস্কার ব্রুজন।

আজ গোপালগঞ্জে ২-১ ব্যবধানের জয়ে স্বাধীনতা কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে তার দল।  

ম্যাচ শেষে অস্কার বলেন, ‘মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগে আমাদের মানসিক প্রস্তুতি ছিল। গোপালগঞ্জে তাদের বিপক্ষে খেলাটা কঠিণ হবে এটা আমরা জানতাম। আমরা প্রস্তুত ছিলাম। গত বছর ফেডারেশন কাপে কাউন্টার অ্যাটাকে তারা ভালো করেছিল। ঐ ম্যাচে দোরিয়েলতন বেশ সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারেনি। তবে আজ সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে। ’

‘প্রথমার্ধে আমরা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ আরও সহজ হতো। তবে শিরোপা জয় করে মাঠ ছেড়েছি এটাই বড় বিষয়। ’ যোগ করেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দশ জনের দল নিয়ে খেলেছে বসুন্ধরা। দশ জনের দল হওয়ার পরে খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিলেন কোচ। তিনি বলেন, ‘শুরুতে আমর চার সেন্টার ব্যাক খেলিয়েছি। তবে দশ জনের দলে পরিনত হওয়ার পরে আমরা তিন সেন্টার ব্যাক খেলিয়েছি। যেন ফরোয়ার্ডরা নিজেদের খেলাটা খেলতে পারেন। ’

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।