ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আলভারেসের জোড়া গোলে ম্যান সিটির ক্লাব বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আলভারেসের জোড়া গোলে ম্যান সিটির ক্লাব বিশ্বকাপ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ কিছুটা হতাশায় কাটলেও ক্লাব বিশ্বকাপে নিজেদের যোগ্যতার জানান দিয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেসের রেকর্ড গোলের পর আরও দুইটি গোল পায় তারা।

দারুণ লড়াইয়ে ঘরে তোলে নিজেদের প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা।  

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ ফ্লুমিনেসকে ৪-০ ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে জোড়া গোল করেন আলভারেস। একটি গোল হয় আত্মঘাতী। আরেকটি গোল আসে ফিল ফোডেনের পা থেকে।  

ম্যাচের স্রেফ ৪০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ফাবিওর স্পর্শ থেকে বল টেনে নিয়ে শট নেন নাথান আকে। বক্স থেকে সেই বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। ক্লাব বিশ্বকাপের ফাইনালে এটিই সবচেয়ে কম সময়ের গোল। আগেরটি ছিল সপ্তম মিনিটে; ২০১৩ সালে যেটি করেছিলেন বায়ার্ন মিউনিখেল ডানটে।  

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ফোডেনের বাড়ানো বল সতীর্থ পাওয়ার আগেই ফ্লুমিনেস ফুটবলার নিনোর পায়ে লেগে জালে জড়ায়। ৪০তম মিনিটে দারুণ এক সুযোগ পায় ফ্লুমিনেস। মার্সেলোর করা কর্নার থেকে উড়ে আসা বল হেড নেন আরিয়াস। ঝাঁপিয়ে সেটি অবশ্য ঠেকিয়ে দেন এদারসন মোয়ারেস। এগিয়ে থেকেই বিরতিতে যায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীরা।  

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সমতা ফেরানোর লড়াই চালিয়ে যায় ফ্লুমিনেস। তবে সিটির কাছে পেরে উঠছিলো না তারা। উল্টো ৭২তম মিনিটে আরও এক গোল হজম করে ব্রাজিলিয়ান ক্লাবটি। বাঁ দিক থেকে আলভারেসের দেওয়া পাস বক্স থেকে জালে পাঠান ফিল ফোডেন। ৮৮তম মিনিটে আরও একটি গোল পায় সিটি। উড়ে আসা বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন আলভারেস। আর বড় জয় নিয়ে শিরোপা উল্লাস করে সিটিজেনরা।  

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।