ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিংসের শিরোপা পুনরুদ্ধারের মিশন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
কিংসের শিরোপা পুনরুদ্ধারের মিশন

২০২০-২১ মৌসুমের ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের ফুটবল জায়ান্ট বসুন্ধরা কিংস। কিন্তু গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।

তবে এবারের আসরে আবারও শিরোপা ঘরে তুলতে চায় কিংস।

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপের নতুন মৌসুম। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ফর্টিস এফসি। গোপাগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে আত্মবিশ্বাসী কিংস কোচ অস্কার ব্রুজন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নতুন মৌসুমের শুরুটা আমাদের ভালোই হয়েছে। জুলাই থেকেই আমাদের প্রস্তুতি চলছে। এএফসি কাপকে সামনে রেখে আমরা প্রস্তুতি শুরু করেছিলাম। স্বাধীনতা কাপের শিরোপা আমরা জয় করেছি। প্রিমিয়ার লিগের শুরুটাও ভালো হয়েছে। এখন ফেডারেশন কাপের শুরু। আমরা ভালো কিছুর ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

‘গতবার আমাদের শিরোপা হাতছাড়া হয়েছিল। তবে এবার আমরা ভালো অবস্থানে আছি। শেষ দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এবছর আমাদের দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচেই জয় নিয়ে বছর শেষ করতে চাই,’ যোগ করেন তিনি।

গত আসরে শিরোপা হাতছাড়া হওয়ার আক্ষেপের কথা জানিয়েছেন কিংসের তারকা সোহেল রানাও। তিনি বলেন, ‘গত মৌসুমে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারিনি। ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছিল। এবার আমাদের লক্ষ্য যেভাবেই হোক শিরোপা জয় করা। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ’

এবারের মৌসুমে ট্রেবল জিততে চান বলেও জানিয়েছেন সোহেল রানা, ‘এবার আমাদের লক্ষ্য ট্রেবল জয় করা। সেই লক্ষ্যে আগামীকাল ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাই। প্রতিটা খেলোয়াড়ের মধ্যেই ভালো কিছু করার আত্মবিশ্বাস রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।