ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু মোহামেডানের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
জয়ে শুরু মোহামেডানের

ফেডারেশন কাপে জয় দিয়ে আসর শুরু করেছে মোহামেডান। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পিছিয়ে পড়েও ২- ১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাদা-কালোরা।

এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা সুলেমান দিয়াবাতেকে বিশ্রাম দিয়েছিল মোহামেডানের টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই খেলে শুরুর দিকে মোহামেডান গোল খেয়ে পিছিয়ে পড়ে।  

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ১৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী প্রথম গোল পায়। ফ্রি-কিক থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবোলাজি হেডে বল জড়িয়ে দেন জালে।  

মোহামেডান ম্যাচে সমতা আনে প্রথমার্ধেই। নির্ধারিত ৪৫ মিনিট পর যোগ করা সময়ে জাফর ইকবালের গোলে সাদা-কালোরা খেলায় ফেরে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের সময় মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করেন। বাকি সময়ে আর গোল না হওয়ায় মোহামেডান জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।