ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

রহমতগঞ্জের টানা ছয় ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
রহমতগঞ্জের টানা ছয় ড্র

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নতুন এক রেকর্ড গড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। টানা ছয় ম্যাচে ড্র করেছে পুরান ঢাকার ক্লাবটি।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে রহমতগঞ্জ। এবারের লিগের প্রথম ম্যাচেই আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখায় তারা। পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-২ গোলে রুখে দেয়। আবাহনীর মত চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও ১-১ গোলে ড্র করে পুরান ঢাকার ক্লাবটি। ফর্টিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা। লিগের পঞ্চম ম্যাচে পুলিশের সঙ্গে গোলশূণ্য ড্র করার পর আজ শেখ রাসেলের সঙ্গেও গোল শূণ্য ড্র্র করেছে তারা। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান ছয় পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ঘরের মাঠে শুরুতে রহমতগঞ্জকে চাপে রাখে শেখ রাসেল। তাতে সুযোগও আসে। অষ্টম মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা বলে ইকবাল হোসেন হেড করলেও তা সহজেই গ্লাভসে নেন গোলরক্ষক নাঈম। রহমতগঞ্জও সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। ১৯ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে দলটি। বক্সে জটলার মধ্যে তিনবারের প্রচেষ্টাতেও বল জালে পাঠাতে পারেনি দলটির ফরোয়ার্ডরা।

দ্বিতীয়ার্ধেও চলে বল দখলে লড়াই। সেভাবে পরিস্কার সুযোগ পায়নি কোনো দলই। ৬৭ মিনিটে বাম প্রান্ত থেকে আবিদের ক্রসে বক্সের ভেতরে ঠিকঠাক মাথা ছোয়াতে পারেননি ইকবাল হোসেন। তাতে গোলহীন ম্যাচ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।