ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন টিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ফাইনালে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন টিটু

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ-ভারত। আগামীকাল সন্ধ্যা ছয়টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।

ম্যাচের আগে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু।  

আসরে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। সাগরীকার শেষ মুহুর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবার ফাইনাল ম্যাচের আগে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমাদের দলের অবস্থান ভালো কোনও সন্দেহ নেই। তবে গত ম্যাচের শুরুটা ভালো হয়নি। ওদের নাম্বার এগার বেশি জায়গা পেয়েছে। এই ম্যাচে এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। মেয়েরা এই ম্যাচে ঐসব দিকে লক্ষ্য রাখলেই ভালো কিছু পাওয়া সম্ভব। ’

ডিফেন্ডিংয়ে নিজেদের শক্তি দেখছেন কোচ টিটু। তবে সেই শক্তির পার্থক্য খুব বেশি নয় বলে মনে করেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় ডিফেন্ডিংয়ে আমরা ওদের চাইতে কিছুটা ভালো। দুই সেন্টার-ব্যাক ভালো খেলেছে। ওদের সেন্টারব্যাকও ভালো। তবে পার্থক্যটা খুবই সামান্য। এমনটা হলে যেটা হয় ম্যাচটা খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। যেহেতু দুই দলের শেষ ম্যাচটা খুব কম্পিটিটিভ হয়েছে ফাইনালটাও বেশ উপভোগ্য হবে বলেই আমার ধারণা। ’

ফাইনাল ঘিরে দলের কোনও বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন কোচ। ফাইনালের আগে পুরো দল উজ্জীবিত আছে। টিটু বলেন, ‘মেয়েরা খুব বেশি উজ্জীবিত। ওরা এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে হয় ওদের খুব বেশি কিছু বলতে হবে না। ওরা জানে ওদের কি করতে হবে। ওরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার জন্যই মাঠে নামবে। ওদেরকে আলাদাভাবে মোটিভেট করার প্রয়োজন নাই। ’

মেয়েদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শিরোপার সামনে দাঁড়িয়ে কোচ টিটু। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না তিনি। দেশের জন্য সম্মান বয়ে আনাই তার মূল লক্ষ্য। টিটু বলেন, ‘পারসোনাল অ্যাচিভমেন্টের কোনো জায়গা নেই। ফুটবল হলো দেশের খেলা। দেশের সম্মানই এখানে মুখ্য। ’

ভারতের বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশের কোচ। দুই সমশক্তির লড়াইয়ে নিজেদের ভুলের দিকেই বাড়তি নজর দিতে চান বাংলাদেশের কোচ। তার মতে, ম্যাচে নিজেদের ভুল পার্থক্য গড়ে দিতে পারে। আজ ম্যাচের আগে টিটু বলেন, ‘ওদের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। বিশেষ করে নয়, সাত, এগার এবং বারো নম্বর জার্সিধারীরা। ১২ নম্বর জার্সিধারী ফুটবলারকে দেখলাম কাল গোল করেছে। সবকিছু ছাপিয়ে সমশক্তির দলগুলোর মধ্যে যেটা হয় যারা কম ভুল করবে তারাই জিতবে। আমাদেরর ঐ লক্ষ্যটাই থাকবে ভুল যত কম করা যায়। ’

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।