ডোপিং-কাণ্ডে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে। এমনটাই জানিয়েছে ইতালি ভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিকা।
পজিটিভ রেজাল্ট আসার পর তৎক্ষণাত নিষিদ্ধ করা হয় পগবাকে। যদিও আপিল করেছিলেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু কোনো লাভ হয়নি। চার বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন অনেকেই।
টেস্টের রেজাল্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া যায়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চার বছরের চুক্তিতে জুভেন্তাসে যোগ দেন পগবা। যদিও ইনজুরির কারণে মৌসুমের অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এএইচএস