ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিহীন আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
মেসিহীন আর্জেন্টিনার বড় জয় সংগৃহীত ছবি

চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু তার অভাব বুঝতে দেননি বাকিরা।

দাপুটে ফুটবল খেলে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।  

বাংলাদেশ সময় আজ সকালে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবলে এল সালভাদরকে চেপে ধরে আর্জেন্টিনা। ১৬তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়েও যায় লাতিন জায়ান্টরা। আনহেল দি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায় আর্জেন্টাইনরা। এবার লক্ষ্যভেদ করেন এনজো ফার্নান্দেস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে লিওনেল স্কালোনির দল।
 
বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে আরও এক গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিং দেন লো সেলসো। বাকি সময় ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।