ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘কামব্যাক’ করা সম্ভব: তপু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
‘কামব্যাক’ করা সম্ভব: তপু

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিরতি লেগে আগামী ২৬ মার্চ ঘরের মাঠ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল।

ঐ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের।

কুয়েত থেকে ফিরে আজই প্রথম অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। প্রথম লেগের হতাশা ঝেড়ে ঘরের মাঠে ভালো করার লক্ষ্য তপুর। তিনি বলেন, ‘কামব্যাক করা অবশ্যই সম্ভব। কামব্যাক বলতে ওদের সাথে আবার ৫-০ গোলে জিততে হবে বিষয়টা এমন না। আমাদের মাঠে যদি আমরা ১-০ গোলে হারাই দ্যাট ইজ ফাইন। আমাদের ঐ টার্গেটটা আছে। ’

কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলের হারটা অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন তপু। তিনি বলেন, ‘কুয়েতে যে রেজাল্টটা হয়েছে এটা আমাদের জন্য হতাশার। প্লেয়ার, কোচিং স্টাফ এবং সমর্থক কেউ এটা প্রত্যাশা করেনি। ২৬ তারিখ আমরা ঘরের মাঠে বাউন্স ব্যাক করতে চাই। ’ 

ফিলিস্তিনের বিপক্ষে ৪০ মিনিট পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। রক্ষণ সামলে ক্ষনে ক্ষণে ফিলিস্তিনের দূর্গে আঘাত হানছিলেন কাবরেরার শিষ্যরা। তবে ৪২ মিনিটে গোল হজম করে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এর পেছনে ডিফেন্সের মনসংযোগের ঘাটতি ছিল কিনা? 

এমন প্রশ্নের জবাবে তপু বলেন, ‘আমি মনে করি মনযোগে কোনও ঘাটতি ছিল না। স্পেসিফিক কোনও সমস্যা দেখি না। টিম ডিফেন্ডিংটা একটু নড়বড়ে ছিল। ফলে ৪২ মিনিটে আমরা প্রথম গোল হজম করি। আমার মনে হয় এটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট ছিল। আমরা হেড টু হেড খেলতেছিলাম। আমরাও সুযোগ তৈরি করছিলাম। হঠাত করেই গোল হজম করার পর থেকে আমরা পিছিয়ে পরি। ’ 

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।