ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিলিস্তিনের বিপক্ষে মাঠে আবেগ দেখানোর সুযোগ নেই: সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
ফিলিস্তিনের বিপক্ষে মাঠে আবেগ দেখানোর সুযোগ নেই: সোহেল

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। প্রথম লেগের ম্যাচে তাদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় লেগে আগামী ২৬ মার্চ ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ। ফিলিস্তিন যুদ্ধবিধ্বস্ত দেশ বলে তাদের নিয়ে মাঠের বাইরে আবেগ থাকলেও মাঠে তাদের বিপক্ষে আবেগ দেখানোর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন সোহেল রানা।  

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দল এমনটাই প্রত্যাশা সোহেলের। দলের সক্ষমতার উপর আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন তিনি। সোহেল বলেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে কোচ আমাদের অনেক কিছুই বলেছেন। মাঠে সেই অনুযায়ি আমরা অনেক কিছুই করতে পেরেছি। আবার অনেক কিছুই হয়নি। আগের ম্যাচের ছোট ছোট ভুল গুলো শুধরে নিয়ে ঘরের মাঠে ভালো কিছু করতে চাই। কোচ আমাদের সেভাবেই তৈর করছেন। আমরা জানি ঘরের মাঠে আমরা ভালো করতে পারবো। সেই বিশ্বাস আমাদের আছে। ঘরের মাঠে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। ’

‘ডিফেন্ডিংয়ে ছোট ছোট কিছু ভুল ছিল। কারণ ওরা সারাক্ষণ প্রেশার দিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় ভুল হবেই। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচে এই ভুলগুলো ওভারকাম করে ভালো কিছু করতে পারবো। ’ যোগ করেন তিনি।


ফিলিস্তিনের বিপক্ষে আবেগ দেখানোর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন সোহেল। তিনি বলেন, ‘মাঠের বাইরে ওদের প্রতি আমাদের একটা সফট কর্নার থাকবেই। তবে মাঠে এমন কিছুর সুযোগ নেই। কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। মাঠের বাাইরে আবেগ থাকলেও মাঠে তেমন কিছুর সুযোগ নেই। ’

প্রথম ম্যাচে শুরুর দিকে বাংলাদেশ দারুন পারফরম্যান্স করেছে। ৪০ মিনিট পর্যন্ত রক্ষণ সামলে গোলের সুযোগও তৈরি করেছে। এটা ইতিবাচক হিসেবে দেখছেন সোহল। তিনি বলেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা ভালো ফুটবল খেলেছি। তখন দুই দলেরই সমান সুযোগ ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের মনযোগে কিছুটা ঘাটতি ছিল। ওরা আমাদের ভুল করতে বাধ্য করেছে। আশা করি আগামী ম্যাচে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো। ’

‘ম্যাচ শুরু হওয়ার আগে আমাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমাদের বিশ্বাস ছিল অন্তন এই ভাবে আমরা হারবো না। এইরকম ভাবে হারবো এটা আমরা খেলোয়াড়রাও চিন্তা করিনি। মাঝে মাঝে ছোট ছোট ভুলে বড় মাশুল দিতে হয়। আমাদের কিছু ছোট ছোট ভুল হয়েছে। ওরা সেগুলো কাজে লাগিয়েছে। ’ যোগ করেন সোহল।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।