বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দল পাননি এলিটা কিংসলে। তবে এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে নতুন মিশনে নামতে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকার।
লিগের দ্বিতীয় পর্ব থেকে তাকে মাঠে দেখা যাবে। সবশেষ আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন তিনি।
শুরুতে দল পাওয়ায় কিংসলে বেশ কিছুদিন নাইজেরিয়া ও ভারতে ছিলেন। ব্রাদার্স তাকে দলে ভেড়ানোয় আবার বাংলাদেশে এসেছেন।
ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, 'এলিটা এখন দলের সঙ্গে অনুশীলন করছে। তার স্কোরিং ক্ষমতা ভালো। এজন্য দলে নেওয়া হয়েছে। '
এর আগে কিংসলে বলেছিলেন, তিনি খেলার জন্য শতভাগ ফিট। সুযোগ পেলে তা মাঠে খেলেই নতুন করে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। অবশেষে সেই সুযোগ পেয়ে গেলেন এই অভিজ্ঞ ফুটবলার।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এআর/এমএইচএম