ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সমর্থকদের সামনে হারতে চাই না: জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
সমর্থকদের সামনে হারতে চাই না: জামাল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথম লেগে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিরতি লেগে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মুখোমুখি হবে দু্ই দল।

যেখানে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।

দলের সকলেই আগের ম্যাচের ভুল শুধরে নিয়ে আগামী ম্যাচে ভালো কিছু উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে অনেকদিন ধরে খেলছি। কালকের দিনটা আমাদের জন্য বড় একটা দিন। আগের ম্যাচটা হতাশাজনক ছিল, তবে আমাদের সামনে তাকাতে হবে। আমরা নিজেরা সেটা নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। তবে গত ম্যাচে কি হয়েছে, এখন আমাদের সেটা ভুলে যেতে হবে। ’

‘তিন পয়েন্ট পেলে তো সবচেয়ে ভালো। আমাদের সমর্থকদের সামনে এই ম্যাচটা আমরা হারতে চাই না। সমর্থকদের জন্য আমাদের ভালো পারফর্ম করতেই হবে। ’- যোগ করেন জামাল।


বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।