ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহউদ্দিনের সমালোচনা নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
সালাহউদ্দিনের সমালোচনা নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনা করেছিলেন কাজী সালাউদ্দিন। এরপর ছুটি কাটাতে স্প্যানিশ কোচ ফিরে যান নিজ দেশে।

ছুটি শেষে ঢাকায় ফিরে আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগেই হেরেছে বাংলাদেশ। এই হারের পর কাবরেরার কৌশলকে কাঠগড়ায় তুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এই স্প্যানিয়ার্ডকে চাকরিচ্যুতের হুমকিও দিয়েছিলেন বাফুফে বস। এই বিষয়ে কাবরেরা বলেন, ‘তিনি বাফুফের সভাপতি। তিনি সমালোচনা করার অধিকার রাখেন। আমাদের মধ্যে এরপরেও কথা হয়েছে। আমরা আলোচনা করেছি দল নিয়ে, আমি তার সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটিই আমি দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখব। ’

বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরে আসার পর কিংস অ্যারেনায় একই দলের কাছে বাংলাদেশ হেরে যায় ১-০ ব্যবধানে। এরপর সংবাদমাধ্যমে কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালাউদ্দিন। ঢালাওভাবে সমালোচনাও করেছিলেন।

নিজেদের মাঠের হারের পর ‘ম্যানেজমেন্টের টেকনিক্যাল ভুলের কারণে গত ম্যাচের পর এই ম্যাচটাও হারতে হলো’, বলে মন্তব্যও করেছিলেন।

সালাউদ্দিনের এমন সমালোচনার পর কাবরেরা অবশ্য চুপচাপই ছিলেন। সোমবার দুপুরে বাফুফে ভবনে এই স্প্যানিয়ার্ডকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, 'এটা স্বাভাবিক, তিনি সভাপতি। তিনি দল সম্পর্কে জানতে চাইবেন এটাই স্বাভাবিক। আমি নেতিবাচক কিছু দেখছি না। আমি তার কথা শুনি, তিনি আমার কথা শুনেন। এটাই ব্যাপার। আমাদের ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই। '

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির আগে বেশিদিন অনুশীলনের সুযোগ পাবে না জামালরা। কারণ প্রিমিয়ার লিগ। সেটি শেষই হবে ২৯ মে। কাবরেরা তাই বলেছেন, ‘এবার আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫টি অনুশীলন সেশন করবো আমরা। ক্যাম্প হবে সাধারণ, যেমনটা হয় আরকি। তবে বিশেষ কিছু করার সুযোগ নেই। ’

‘২৯ মে লিগ শেষ হওয়ার পর বিশ্রাম নিয়ে খেলোয়াড়েরা ১ জুন রিপোর্ট করবে, ২ জুন থেকে ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খেলেই আমরা কাতারে যাবো। সেখানে কয়েকটি ট্রেনিং সেশন হবে। সময়ের অভাবে এ দুটি ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা কোনও ধরনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। ’

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে কাবরেরা বলেছেন, ‘নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে আরও ৫টি করে ম্যাচ আছে সব দলের। দেখা যাক নতুনেরা বিশেষ কোনও পারফরম্যান্স করে কিনা। আমার দলে সৌদি আরবের ক্যাম্পে কয়েকজন নতুন প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তাদেরও দেখবো। সামনে লিগের ম্যাচ আছে, ফেডারেশন কাপ আছে। দেখা যাক বিশেষ কোনো পারফরম্যান্স মেলে কি না। ’

আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ জুন কিংস অ্যারেনায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর ১১ জুন কাতারের দোহায় খেলবে লেবাননের বিপক্ষে ফিরতি লেগ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।