ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল সিরাজ স্মৃতি সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২, ২০২৪
জয়ে ফিরল সিরাজ স্মৃতি সংসদ

ড্র দিয়ে লিগ শুরু করা সিরাজ স্মৃতি সংসদ ঘুরে দাঁড়ালো দ্বিতীয় ম্যাচে। আজ বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে ৪-০ গোলে হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে।

ম্যাচে জোড়া গোল করেছেন থুইনু মারমা।

২৭ মিনিটে থুইনুর গোলে লিড নেয় সিরাজ স্মৃতি সংসদ। ৫৩ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেণ। ৬৫ মিনিটে আলপি আক্তার ও ৮৩ মিনিটে রুমা আক্তার গোল করে সিরাজ স্মৃতি ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

জামালপুর কাঁচারিপাড়া একাদশ আগের ম্যাচে ১৯ গোল খেয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমির কাছে। দুই ম্যাচে সিরাজ স্মৃতি সংসদের পয়েন্ট ৪ এবং সমান ম্যাচে শূন্য কাঁচারিপাড়া একাদশের।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।