ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
দাপুটে জয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

গাণিতিকভাবে টিকে থাকলেও লিভারপুলের শিরোপা স্বপ্ন অনেকটা ফিকেই বলা যায়। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াইটা চলছে মূলত আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে।

আজ বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে সিটির ওপর চাপ বজায় রাখল গানাররা। একইসঙ্গে ধরে রেখেছে শীর্ষস্থান।

এমিরেটস স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপট দেখায় মিকেল আর্তেতার দল। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর কাই হাভার্টজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। যেখান থেকে গোল করতে ভুল করেননি বুকায়ো সাকা।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে মাঠে নামে আর্সেনাল। ৭০ মিনিটে ডেকলান রাইসের বানিয়ে দেওয়া পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ত্রসার্ড। এরপর ডেডলক ভাঙার বেশ কয়েকটি চেষ্টা করেও ব্যর্থ হয় বোর্নমাউথ। যোগ করা সময়ে সপ্তম মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকান ডেকলান রাইস। গাব্রিয়েল জেসুসের পাস থেকে গোলটি করেন তিনি।  

এই জয়ে ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। লিগে তাদের বাকি আছে আর দুই ম্যাচ। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। অন্যদিকে ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ৪, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।