ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ট্রেবলে চোখ কিংসের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ট্রেবলে চোখ কিংসের

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস নতুন এক পরাশক্তির নাম। ইতোমধ্যেই টানা পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে দলটি।

ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা কীর্তি গড়লেও ঘরোয়া ট্রেবল এখনো জয় করা হয়নি কিংসের।

এবার কিংসের সামনে সেই কীর্তি গড়ার সুযোগ রয়েছে। ইতোমধ্যেই স্বাধীনতা কাপ এবং লিগ শিরোপা ঘরে তোলা কিংস আগামীকাল ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।  

কিংস ট্রেবল শিরোপার স্বপ্ন দেখলেও মৌসুমের প্রথম শিরোপার খোঁজে রয়েছে আবাহনী। এবারের মৌসুমে এখনোও খালি হাতে রয়েছে আকাশী-নীলরা। ২০১৮ সালে শীর্ষ ফুটবলে উঠে আসার পর প্রথম টুর্নামেন্টে ফেডারেশন কাপের ফাইনালে খেললেও রানার্স-আপ হতে হয় কিংসকে। ফাইনালে হেরে যায় আবাহনীর কাছে।

তবে মৌসুমের বাকি দুই প্রতিযোগিতায় বাজিমাত করে দলটি। স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্কার ব্রুজনের দল। আর আধিপত্য দেখিয়ে প্রথম লিগ শিরোপা ঘরে তোলে। পরের মৌসুমে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। করোনার কারণে লিগ বাতিল ঘোষণা করা হয়।

২০২০-২১ মৌসুমে লিগের পাশাপাশি ফেডারেশন কাপের শিরোপা জিতে কিংস। সেবার স্বাধীনতা কাপ মাঠে গড়ায়নি। পরের বছর স্বাধীনতা কাপে রানার্স আপ হলেও ফেড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। লিগে অবশ্য দাপট ছিল কিংসেরই, জয় করে হ্যাটট্রিক লিগ শিরোপা। গত মৌসুমে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করা কিংস লিগ শিরোপাও জিতে নেয়। তবে আটকে যায় ফেডারেশন কাপে। বিদায় নেয় সেমিফাইনাল থেকে।  

ময়মনসিংহে টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের পরেও বসুন্ধরা কিংস পুরোপুরি উৎসব করেনি। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্বন্দ্বীর মতো। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তাই বলেছেন, ‘এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে। ’

ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী কণ্ঠেও বলেছেন, ‘ট্রেবল জিততে হলে সেমিফাইনালে আবাহনীকে হারাতে হবে। সবাই এখন সেই ম্যাচের প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই। ’

আবাহনীর ফাইনালে ওঠা যে বেশ কঠিন তা সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই পরিষ্কার। কিংস তিন ম্যাচ আগেই লিগে শিরোপা উৎসব করেছে। সেখানে আবাহনীর অবস্থান ছিল তৃতীয়। এছাড়া লিগে লড়াই করলেও জীবন-হৃদয়রা হার এড়াতে পারেনি। কাল অবশ্য মাঠে লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় একসময়ের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তাল লয়ে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে। ’

দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল যদি সবাই ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো। তবে কিংস ভালো দল। তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে। ’

দেশের ফুটবল পেশাদার যুগে পা দেওয়ার পর একটি ক্লাবেরই ট্রেবল জয়ের কীর্তি আছে। ২০১২-১৩ মৌসুমে মারুফুল হকের অধীনে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তিতে নাম লেখাতে হলে কিংসকে জিততে হবে আর দুটি ম্যাচ।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।