ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লিভারপুলের হয়ে আরও শিরোপা জিততে পারতাম: ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
লিভারপুলের হয়ে আরও শিরোপা জিততে পারতাম: ক্লপ

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। এই ক্লাবেরই হয়ে জিতেছিলেন বেশ কয়েকটি শিরোপা।

যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগও। এতকিছুর পরও লিভারপুলের হয়ে আরও শিরোপা না জেতার আক্ষেপ রয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের।  

নিজের শেষ ম্যাচে ক্লপের দল লিভারপুল আগামী রোববার মুখোমুখি হবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। এর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শিরোপা নিয়ে আক্ষেপের কথা জানান জার্মান এই কোচ। তবে যা অর্জন করেছেন, তা নিয়েও অখুশি নন তিনি। এমনকি সমর্থকরাও তার উপর সন্তুষ্ট আছেন বলে জানান ক্লপ।  

ক্লপের অধীনে ২০১৮ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন্সের লিগের ফাইনালে কোয়ালিফাই করে লিভারপুল। তবে দুবারই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় ক্লাবটিকে। এরপর প্রিমিয়ার লিগও জেতার সম্ভাবনা ছিল দুই বার। ২০১৮-১৯ মৌসুমে ম্যানচেষ্টার সিটি থেকে স্রেফ ১ পয়েন্ট কম ৯৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারা। ২০২১-২২ মৌসুমে একই দশা হয় ক্লাবটির। তবে তখন তাদের পয়েন্ট ছিল ৯৩।  

শিরোপার এত কাছে গিয়েও তা হারানোর আক্ষেপই হয়তো প্রকাশ করেছেন ক্লপ। তিনি বলেন, ‘আমরা জানি আমরা আরও শিরোপা জিততে পারতাম, কিন্তু এটা আমি বদলাতে পারব না। এমনটি আমরা কমও জিততে পারতাম। এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন না হওয়াটা আমার জন্য ভালো অভিজ্ঞতা ছিল না, তবে কাজের ছিল। ওই মুহূর্তে আমি ভিন্ন কিছু করতে পারতাম না। ’

চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে লিভারপুল কোচ বলেন, ‘আমরা আরও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতাম। যদিও তিনটা ফাইনালে যাওয়া অনেক বড় অর্জন। ফাইনালে ভালো সুযোগ থাকা সত্ত্বেও তা হারিয়ে ফেললে কিছু করার থাকে না। আমরা বার বার চেষ্টা করেছিলাম, কিন্তু রিয়াল মাদ্রিদ বরাবরের মতোই পথ খুঁজে নেয়। ’

‘আমি কখনই খুশি থাকব না, যদি আমি ভাবি আমার আরও কিছু করা উচিত ছিল। আমার আর কিছু করা উচিত নয়। কেউ কি এর থেকেও ভালো কিছু করেছে? সম্ভবত (করেছে)। কিন্তু আমার মত নয়, আমি আমার জায়গায় সেরা। যেটার প্রমাণ মানুষই দিয়ে গেছে এবং তার এতে খুশি। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।