ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উন্নতির ধারা ধরে রাখার প্রত্যাশা ব্রুজনের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
উন্নতির ধারা ধরে রাখার প্রত্যাশা ব্রুজনের

আজ মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপাও জয় করেছে বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে ট্রেবল শিরোপা নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

এই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে চান তিনি।

ট্রেবল জয়ের পর অস্কার বলেন, ‘আমরা ট্রেবল জয় করেছি। এটা সত্যিই দারুণ আনন্দের। এটা ঐতিহাসিক। আমরা প্রতিদিন নিজেদের খেলায় যে উন্নতি করছি, এটা তারই প্রমাণ। আমরা আমাদের এই অগ্রগতির ধারা ধরে রাখব। ’ 

ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে কিংস। তবে পিছিয়ে পড়ার পরও দলের প্রতি আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘পিছিয়ে পড়ার পরেও আমাদের আত্মবিশ্বাস ছিল। আমরা জানতাম আমরা ফিরতে পারব। বদলি খেলোয়াড়রা ভালো করেছে। এছাড়া প্রথম গোলের পর আমাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে। দলের সকলেই নিজেদের সেরাটা দিয়েছে। এটা দলের সকলের অর্জন। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।