ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোর্তোয়াকে ছাড়াই ইউরোতে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
কোর্তোয়াকে ছাড়াই ইউরোতে বেলজিয়াম

ইউরোতে প্রতিটি দলই ২৬ সদস্যের স্কোয়াড সাজাতে পারবে। কিন্তু বেলজিয়াম নাম দিয়েছে ২৫ জনের।

তাতেও জায়গা হয়নি থিবো কোর্তোয়ার। তাই ইউরোতে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষকের।

হাঁটুর ইনজুরির কারণে লম্বা সময়ে বাইরে থাকতে হয়েছিল কোর্তোয়াকে। যদিও মৌসুমের শেষ দিকে মাঠে ফেরেন তিনি। কিন্তু কয়েক ম্যাচ খেলে জাতীয় দলের হেড কোচ দমিনিকো তেদেস্কোর মন গলাতে পারেননি। অবশ্য গত মাসেই কোর্তোয়াকে ইউরোর দলে না নেওয়ার কথা জানান তেদেস্কো।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো। যেখানে বেলজিয়াম রয়েছে ই গ্রুপে। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রেড ডেভিলরা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইউক্রেন ও রোমানিয়া।  

বেলজিয়ামের  ইউরো স্কোয়াড
গোলরক্ষক: কোয়েন কাস্তিলস, থমাস কামিনস্কি, মাৎস সেলস।
ডিফেন্ডার: তিমোথি কাস্তানে, জেনো দেবাস্ত, মাক্সিম ডি কুইপার, ভউত ফাইস, থমাস মুনিয়ের, আর্থুর থিতে, ইয়ান ভার্টনগেন।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, ওরেল মাঙ্গালা, আমাদু ওনানা, ইউরি তিলেমাস, আর্থুর ভার্মিরেন, আস্তার ভ্রাঙ্কস, আক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, ইয়ানিক কারাস্কো, চালর্স ডি কেতেলাইরে, জেরেমি দোকু,  রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিয়ো, লইস ওপেন্দা, লেয়ান্দ্রো ত্রসার্দ।


বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।