ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লেবাননের বিপক্ষে খেলতে কাতার গেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
লেবাননের বিপক্ষে খেলতে কাতার গেল বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগ শেষ করে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। কারণ আরও এক ফিরতি লেগের ম্যাচ খেলতে উড়াল দিতে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

ফিফা বিশ্বকাপ কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে আজ বিকেল ৫:৫০মিনিটে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামাল ভূঁইয়ারা।

দুজনের কার্ড সমস্যা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ জনের স্কোয়াড ডেকেছিলেন কাবরেরা। কাতারে যাচ্ছেন অবশ্য ২৩ জনই। বিশ্বনাথ ঘোষ ফেরায় বাদ পড়েছেন সেন্টার ব্যাক মেহেদী হাসান। এছাড়া বাদ পড়েছেন তরুণ রাব্বি হোসেন ও লম্বা সময় পর জাতীয় দলের ক্যাম্প ফেরা মোহাম্মদ আব্দুল্লাহ।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে অবশ্য হারের ব্যবধান ছিল অনেক বড়, ৭-০। তবে লেবাননের বিপক্ষে সুখস্মৃতি নিয়েই খেলতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এ বছরের জানুয়ারিতে এই কিংস অ্যারেনাতেই লেবানিজদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কাবরেরার দল। বাছাইয়ে এখন পর্যন্ত ওই এক পয়েন্টই অর্জন করেছে বাংলাদেশ। যা নিয়ে পাঁচ ম্যাচ শেষে গ্রুপ 'আই'-এ সবার নিচে অবস্থান তাদের। ৩ পয়েন্ট নিয়ে তাদের এক ধাপ উপরে আছে লেবানন।

আগামী মঙ্গলবার (১১ জুন) কাতারের আল রাইয়ানে অবস্থিত খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।