ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন আর্জেন্টিনা কোচ

কানাডাকে হারিয়ে শুরুটা হয়, পরের ম্যাচে চিলিকেও হারিয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু দুই ম্যাচেই নিয়ম ভঙ্গ করে তারা।

যে কারণে শাস্তি পেতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন গতকাল স্কালোনির শাস্তির কথা জানায়। চলতি আসরে পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় এই শাস্তি পেয়েছেন তিনি। যে কারণে আগামীকাল পেরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। পাশাপাশি ম্যাচ পরবর্তী সম্মেলনেও থাকতে পারবেন না।

নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর প্রায় পাঁচ মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। কানাডা কোচ বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টাইন কোচের শাস্তি দাবি করেন। পরের ম্যাচেও হয় একই অবস্থা। চিলিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে দুই মিনিট দেরি করে মাঠে আসে আর্জেন্টিনা। যার মাশুল গুণতে হবে স্কালোনিকে।

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।

বাংলাদেশ সময়: ৯০৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।