ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোপার গোল্ডেন বুট লাউতারোর; গ্লাভ এমিলিয়ানোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
কোপার গোল্ডেন বুট লাউতারোর; গ্লাভ এমিলিয়ানোর

কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আজ যুক্তরাষ্ট্রে কলম্বিয়াকে হারিয়ে এই শিরোপা উৎসবে মেতেছে লিওনেল মেসির দল।

কোপা আমেরিকায় দলগত সাফল্যের পাশিপাশি ব্যক্তিগত পুরস্কারের তালিকায়ও রয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের নাম। আসরের গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে গোল্ডেন গ্লাভস উঠেছে এমিয়ানো মার্টিনেজের হাতে।  

কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হয়েছে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছেন কলম্বিয়ার অধিনায়ক। ফাইনালেও খুব ভালো খেলেছেন। সবমিলিয়ে ছয়টি অ্যাসিস্ট করেছেন। একটি গোল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।  

২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। মোট পাঁচটি গোল করেছেন তিনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ গোলটা করেছেন আজ ফাইনালে। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ১১২ মিনিটে তিনি যে গোলটা করেন, সেটার উপর ভর করেই কোপা জিতল আর্জেন্টিনা। মেসি-মারিয়ার কান্না মুছে ফুটবল বিশ্বকে আনন্দে ভাসালেন তিনি।

পুরো কোপা জুড়ে এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন অবিশ্বাস্য। তার পুরস্কারও পেলেন আসর শেষে। গোল্ডেন গ্লাভ জিতে নিয়েছেন তিনি।  এখন যে টুর্নামেন্টে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, সেটার উদ্বোধনী ম্যাচের আগেই আর্জেন্টিনার তারকাকে সেরা গোলকিপারের পুরস্কার দিয়ে দেওয়া যেতে পারে। অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। এবারের কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। শুধু তাই নয়, ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। নাহলে শুরুতেই গোল খেয়ে যেতে পারত আর্জেন্টিনা।

কলম্বিয়ার লক্ষ্য ছিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করা। তবে সেটা তারা করতে পারেনি। তবে পুরো টুর্নামেন্টে স্পিরিট মেনে খেলার জন্য কলম্বিয়াকে ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয়েছে। যে কলম্বিয়া কোপার ইতিহাসে একবার চ্যাম্পিয়ন হয়েছে। আর দুই বার হয়েছে রানার্স-আপ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।