ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে সভাপতিকে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের আলটিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
বাফুফে সভাপতিকে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের আলটিমেটাম

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দেশের ফুটবলের সবচেয়ে বড় ফ্যান গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। ২৪ ঘণ্টার মধ্যে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানিয়েছে তারা।

 

আজ বাংলাদেশের ইতিহাসে অনন্য এক দিন। আজ ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনেই দেশের ফুটবলের নতুন সুচনার জন্য দাবি তুলেছে আল্ট্রাস পরিবার। নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে তারা। সেখানে আল্ট্রাস লিখেছে, ‌‌‘২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। সেচ্ছায় পদত্যাগ না করলে আগামীকাল আমরা টেনে নামাবো। ’

আলট্রাসের সভাপতি আমিনুল বেপারী শিপলু বলেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সব সময়ই ভূমিকা রাখে। আল্ট্রাসের নজর ফুটবলের উন্নয়নের দিকেই। ’

আলট্রাসের ফেসবুক পেজে আরও একটি ঘোষনা রয়েছে যেখানে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বলেন, ‘যেহেতু ফুটবল ফেডারেশন ফিফার গাইডলাইনে চলে তাই সালাহউদ্দিনকে ক্ষমতা ছাড়ার সুযোগ দিলাম। তারপর ইলেকশন এর মাধ্যমে স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করে দুর্নীতিমুক্ত ফুটবল অঙ্গন তৈরীতে আমরা দেশবাসীর সমর্থন আশা করছি। স্বৈরাচার সালাহউদ্দিনের বিদায় নিশ্চিত করে ফিফার গাইডলাইন অনুসরণ করেই সব কিছু করা হবে। সুযোগ সন্ধানীদের প্রতিহত করার দায়িত্বও আমাদের সকলের। কারণ দেশের ভালো চায় কারা দেশবাসী এখন তা বুঝে। বিস্তারিত সবাইকে জানানো হবে। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।