ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত বাবার (ডানে) সঙ্গে ইয়ামাল। ফাইল ছবি

ছুরিকাঘাতের শিকার হয়েছেন স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। স্পেনের উত্তর-পূর্বে অবস্থিত মাতারো শহরের পার্কিং লটে তার ওপর এই হামলা করা হয়।

সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম লা ভানগার্দিয়া।

হামলার পর গুরুতর অবস্থায় মৌনিরকে নিকটবর্তী শহর বাদালোনার কান রুতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় ও আঞ্চলিক পুলিশ ঘটনার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছে।

পরে অবশ্য ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট রেলেভো অফিসিয়াল সূত্রের বরাত জানায়, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মৌনির বাড়ি ফিরে গেছেন। বার্সেলোনা প্রদেশের উপকূলীয় শহরেই বেড়ে উঠেছেন ইয়ামাল। বয়স কেবল ১৭ বছর। এর মধ্যেই ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছেন এই বিস্ময় বালক। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনন্য অবদান আছে তার।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এএইচএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।