ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুটান সফর শেষে দেশে ফিরেছেন জামালরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ভুটান সফর শেষে দেশে ফিরেছেন জামালরা

ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে দেশে পা রাখেন জামাল-মোরসালিনরা।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে জয় নিশ্চিত করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও ভুটান ট্র্যাজেডির জন্ম নেয়। ভুটানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বসে বাংলাদেশ। চাংলিমিথান স্টেডিয়ামে একই ব্যবধানের জয় নিয়ে প্রতিশোধ নেয় স্বাগতিকরা।  

দ্বিতীয় ম্যাচের হারের পর কাবরেরা বলেছিলেন, ‘আজ আমরা ফাঁকা জায়গা কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক বিষয়। কখনো কখনো আমরা গোল করতে পারি…যদি গোল নাও করতে পারি, তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই, যেটা দ্বিতীয়ার্ধে করতে পেরেছিলাম, কিন্তু যে গোলটি খেলাম, সেটা হয়তো আমরা আটকাতে পারতাম কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।