ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার আন্তোয়ান গ্রিজমান। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজের অবসরের কথা নিশ্চিত করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।

 

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। শুধু তাই নয় আন্তর্জাতিক ক্যারিয়ারে ফ্রান্সকে বেশ কয়েকটি টুর্নামেন্ট জিততে বড় অবদান রাখেন তিনি। দলের তৃতীয় সর্বোচ্চ (১৩৭) ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৪৪ গোলের রেকর্ডটিও তার।  

২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জেতায় গ্রিজমান মাঠে ছিলেন দুর্দান্ত। জেতেন ম্যাচসেরার পুরস্কার। ২০১৬ সালের ইউরোতে রানার্সআপ হয় ফ্রান্স। সেবার সর্বোচ্চ গোলস্কোরার হন তিনি। ২০২২ বিশ্বকাপে ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। ট্রাইবেকারে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। তবে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন গ্রিজমান। জেতেন সিলভার বল।  

নভেম্বর ২০১৬ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড গড়া এই তারকা অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয়ে আমি ফ্রান্স ফুটবল দল থেকে অবসর ঘোষণা করছি। দীর্ঘ ১০ বছর দলটির হয়ে সকল সফলতা, চ্যালেঞ্জ এবং স্মরণীয় মুহূর্তগুলোর পর এখন সময় নতুনদের জায়গা করে দেওয়ার। এই জার্সি পরা আমার জন্য ছিল সম্মানের। ’ 

ব্রাজিলের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে ফ্রান্সের মূল দলে অভিষেক হয় গ্রিজমানের। সেবার পাঁচ ম্যাচে নামেন তিনি। কিন্তু তিনি নজরে আছেন ২০১৬ ইউরোতে। ফ্রান্সের মাটিতে হওয়া এই আসরে সর্বোচ্চ ৬ গোল করে দলকে নিয়ে যান ফাইনালে। সেখানে পর্তুগালের কাছে হেরে শিরোপা খোয়ালেও জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার ও গোল্ডেন বুট।

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে বাজিমাত করেন কিলিয়ান এমবাপ্পে। তবে কোনো অংশে কম অবদান ছিল না গ্রিজমানেরও। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে গোল করার পাশাপাশি ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল পান আতলেতিকোর এই ফরোয়ার্ড। সেবার ব্যালন ডি’অরে তৃতীয় হিসেবে মনোনিত হয়েছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।