ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জার্মানির জয়ের রাতে নেদারল্যান্ডসের হোঁচট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জার্মানির জয়ের রাতে নেদারল্যান্ডসের হোঁচট

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জার্মানি। গতকাল রাতে তারা বসনিয়া হারজেগোভিনাকে ২–১ গোলে হারিয়েছে।

একই রাতে গ্রুপের আরেক ম্যাচে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি।

বসনিয়ান শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে গতকাল জার্মানদের হয়ে জোড়া গোল করেন দেনিজ উনদাভ। দুটি গোলই হয় প্রথম ৩৬ মিনিটের মধ্যে। তবে দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে একটি গোল শোধ করে দেন বসনিয়ার এদেন জেকো। তবে শেষ পর্যন্ত জার্মানদের জয়বঞ্চিত করতে পারেনি স্বাগতিকরা।

ওদিকে হাঙ্গেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। গোল করে হাঙ্গেরিয়ানদের এগিয়ে দেন রোনাল্ড সাল্লাই। কিন্তু ৮৩তম মিনিটে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগেই নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। জাতীয় দলের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক।

ডাচদের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। মিউনিখের সেই ম্যাচে দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে হবে নেদারল্যান্ডসকে।  

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।