ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফ নিয়ে সাবিনার আক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
সাফ নিয়ে সাবিনার আক্ষেপ

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়ে আক্ষেপই ফুটে উঠল অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।

 

২০২২ সালে সাফ জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলের যে অগ্রগতি হওয়ার কথা ছিল ঠিক তেমনটা হয়নি। নিয়মিত ক্যাম্প হলেও সাফের আগে প্রস্তুতির জন্য আরও বেশি ম্যাচ খেলা প্রয়োজন ছিল বলে মনে করেন সাবিনা।  

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা নিয়মিত ক্যাম্প করেছি। তবে আরও বেশি ম্যাচ খেলতে পারলে ভালো হত। কারণ ট্রেনিং এবং ম্যাচ টেম্পারমেন্ট তো এক না। তবে আমরা নিয়মিত ক্যাম্পে ছিলাম এটা একটা পজিটিভ দিক। ম্যাচ না খেলতে পারার আক্ষেপ থাকলেও এখন এগুলো নিয়ে ভাবার সময় নয়। সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ। আমাদের যা প্রস্তুতি আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। ’

এবারের সাফে দলে অনেক পরিবর্তন এসেছে। গত আসরে চ্যাম্পিয়ন দলের দুই তারকা আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না নেই দলে। দলের আস্থার দুই ফুটবলারকে মিস করবেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আঁখি, স্বপ্নাকে মিস করব। তারা থাকলে প্রতিপক্ষ আমাদের নিয়ে ভিন্নভাবে চিন্তা করে। তবে বর্তমান দলে যারা আছেন তারাও ভালো ফুটবলার। তারা নিজেদের সেরাটা দিলে ভালো কিছু করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। ’

শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রত্যাশা এখনই বলতে চান না সাবিনা। শুধু নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে যেতে চান বলে জানিয়েছেন। সাবিনা বলেন, ‘সাফের লক্ষ্য এখনই বলা যাচ্ছে না। আমরা নিজেদের ১২০ ভাগ দিয়ে চেষ্টা করব। বাকিটা সময়ই বলে দেবে। ’

‘পাকিস্তানের সঙ্গে কোনো অঘটন না ঘটলে ভালো কিছু করা সম্ভব। প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে যেতে পারলে ভালো কিছুর সম্ভাবনা রয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।