ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেয়েদের পুরস্কৃত করার ঘোষণা বিসিবি সভাপতির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মেয়েদের পুরস্কৃত করার ঘোষণা বিসিবি সভাপতির

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসই গড়েছে। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো তারা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

এমন সাফল্যের পর তাদের নিয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ।  

সাফ জেতার পরপরই মেয়েদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাদেরকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে বিসিবি। আনন্দের সঙ্গেই চট্টগ্রামে এই ঘোষণা দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে। ’

দুই বছর আগে সাফ জিতেছিল মেয়েরা। তখন সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। তার বোর্ড ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল। এবার অবশ্য পরিমাণ বলেননি ফারুক।

জানতে চাইলে তিনি বলেন, ‘পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।