ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাদমানের জোড়া গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বিএসপিএ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সাদমানের জোড়া গোলে অপরাজিত চ্যাম্পিয়ন বিএসপিএ

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)। শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্ট ফোরামকে ৪-০ গোলে হারিয়েছে।

আজ পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিএসপিএ’র সাদমান সাকিব জোড়া গোল করেন। একটি করে গোল করেন রাশেদুল ইসলাম এবং গোলাম মোস্তফা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জোড়া গোল করা সাদমান সাকিব।  

এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্র্যাব) পরাজিত করে বিএসপিএ। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনালে কোয়ালিফাই করে বিএসপিএ।  

গোলরক্ষক রানা শেখ স্পট-কিক ঠেকিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাদমানের হ্যাটট্রিকে প্রথম পর্বের ম্যাচে ৬-০ গোলে জিতেছে বিএসপিএ। মান্না চৌধুরীর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে দলটি ৩-০ গোলে জিতেছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।