ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশে মালদ্বীপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশে মালদ্বীপ

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে দেশে এসেছে মালদ্বীপ। আজ বাংলাদেশে পৌঁছে হালকা অনুশীলন ও করেছে তারা।

জানিয়েছে দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছেন তারা।

মালদ্বীপের কোচ আলী সুজেইন অনুশীলনের পর জানিয়েছেন তারা দুই ম্যাচেই জয় চায়। বেশ লম্বা সময় ম্যাচের বাইরে ছিল বাংলাদেশ। একই অবস্থা মালদ্বীপেরও। মালদ্বীপের কোচ সুজেইন বলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে, সবাই জানেন। এজন্য আমরা দীর্ঘ বিরতিতে পড়েছি। আমরা খুব বেশি দিন অনুশীলনের সুযোগ পাইনি। তবু দুটি ম্যাচেই জয় চাই। যে পরিস্থিতি কাটিয়ে আমরা মাঠে ফিরছি, এটার জন্য জয়টা বেশি দরকার। ’

দেশটির ক্লাব মাজিয়া স্পোর্টস অবশ্য খেলার মধ্যেই ছিল। সম্প্রতি ক্লাবটি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে। সেই দলের ১৬ ফুটবলার মালদ্বীপের হয়ে খেলতে এসেছেন বাংলাদেশে। তাদের নিয়েই বড় আশা দেখছেন সুজেইন, ‘হ্যাঁ, তাঁরা (মাজিয়ার ফুটবলাররা) এএফসির টুর্নামেন্ট খেলেছে। খেলার মধ্যে থাকায় আমাদের জন্য ভালো হয়েছে। আশা করছি, দলে তাদের অবদান থাকবে। ’

১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। মালদ্বীপ ফুটবল দল আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে। বাংলাদেশ শেষ অনুশীলন করবে ওই দিন বিকেল পৌনে ৫টায়।  

বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাফুফে। ভিআইপি টিকিটের মূল্য ৮০০ টাকা এবং গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। টিকিট পাওয়া যাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।