বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে গতকাল (শুক্রবার) মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এবার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ফেডারেশন কাপের।
প্রিমিয়ার লিগে ম্যাচপ্রতি রেফারি পান ৪ হাজার টাকা, দুই সহকারী রেফারি ৩৮০০ টাকা ও চতুর্থ রেফারি পান ৩৫০০ টাকা। নতুন সভাপতি তাবিথ আউয়ালকে দেওয়া চিঠিতে দুই হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন রেফারিরা। ম্যাচ পরিচালনার সময় রেফারিদের দৈনিক ভাতা প্রদান করা হয়। সেই ভাতা ১৮০০ টাকা থেকে ৩ হাজারে উন্নীত করার দাবি করেছেন তারা।
গত কয়েক মৌসুম ধরে বিপিএল ও ফেড কাপের ম্যাচগুলো বেশি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বাইরে। ভেন্যু ভেদে রেফারিরা যাতায়াত ভাড়া বাবদ এক-দুই হাজার টাকা পেয়ে থাকেন। এ খাতে ভেন্যু ভেদে আরও ৫০০ টাকা করে বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে। ঘরোয়া ফুটবলের দুই প্রতিযোগিতা শুরুর পূর্বে সভাপতি তাবিথ আউয়ালকে দাবি বিবেচনার অনুরোধ করেছেন রেফারিরা।
আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের মাধ্যমে মূলত পুরোদমে ব্যস্ত সূচিতে থাকবে দেশীয় ফুটবল। ১৮ নভেম্বর রেফারিরা সভাপতিকে চিঠি দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
বাফুফে নির্বাচনের পর বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও রেফারিজ কমিটির চেয়ারম্যান ঠিক করা হয়নি। লিগ ও টুর্নামেন্ট শুরু হলে কোন ম্যাচে কোন রেফারি বরাদ্দ দেওয়া হবে এটা খুবই সংবেদনশীল কাজ। এখনো চেয়ারম্যান মনোনীত না হওয়ায় ম্যাচে রেফারি বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রভাব খাটানোর বিষয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এআর/এএইচএস