ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সিটির ব্যর্থতার রাতে আর্সেনালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সিটির ব্যর্থতার রাতে আর্সেনালের বড় জয়

শুরুতে আলো ছড়াল ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করলেন আর্লিং হালান্ড।

গোলের দেখা পেলেন ইলকাই গিন্দোয়ানও। কিন্তু পরের সময়টা শুধুই হতাশার। তিন গোলে লিড নেওয়া ম্যানচেস্টার সিটির জালে তিনবার বল পাঠাল ফেইনুর্ড। হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গার্দিওলার শিষ্যদের।

সিটির এই বিবর্ণ দিনে উজ্জ্বল ছিল আর্সেনাল। সিটিকে উড়িয়ে দেওয়া পর্তুগিজ ক্লাব স্পোর্তিংকে গোলবন্যায় ভাসাল তারা। প্রথমার্ধে গাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে এগিয়ে থাকা আর্সেনাল দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করল গোল। তবে বুকায়ো সাকা ও লেয়ান্ত্রো ত্রোসারের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ইতিহাদ স্টেডিয়ামে গতকাল ফেইনুর্ডের সঙ্গে ৩-৩ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ড্র করে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে স্পোর্তিংকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

ঘরের মাঠে সিটি এগিয়ে যায় ৪৪তম মিনিটে। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হওয়া হালান্ড পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন গিনদোয়ান। তিন মিনিট পর মাথেউস নুনেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন হলান্ড। বাকি গল্পটা তাদের জন্য কেবল হতাশার।  

৭৫তম মিনিটে ব্যবধান কমান ফেইনুর্ডের আনিস হেজ মুসা। ৮২তম মিনিটে সান্তিয়াগো হিমেনেসের গোলে ব্যবধান আরও কমে ডাচ ক্লাবটির। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেক গোল করে সব হিসাব-নিকাশ বদলে দেন দাভিদ হানচকো।  

পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্ড। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে আর্সেনাল। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে স্পোর্টিং ও ব্রেস্ত।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।