ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের লিগ কমিটিতে সমন্বয়ক, ব্লগার, ইউনেস্কো প্রতিনিধি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বাফুফের লিগ কমিটিতে সমন্বয়ক, ব্লগার, ইউনেস্কো প্রতিনিধি

নানা পেশার মানুষদের সমন্বয়ে পেশাদার লিগ কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানকে।

কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। তবে এই কমিটিতে রয়েছে বেশ কিছু চমক। কমিটিতে ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে রয়েছেন ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও।  

ইমরুল হাসান আগে থেকেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আরও আছেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, ফর্টিস ফুটবল ক্লাবের সভাপতি ও ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হাসান এবং চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন।  

ফুটবল সংগঠকের বাইরে রয়েছেন চার জন। তারা হলেন- জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম (যিনি সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটবল গ্রুপগুলোয় সেলিম সাদ হিসেবে পরিচিত), ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুনিম মুবাশশির।

ইউনেস্কোর কর্মকর্তা নুসরাত আমিন আগে সংবাদকর্মী ছিলেন বলে জানা যায়। ক্রীড়া সাংবাদিকতায়ও তার পদচারণা ছিল। ফুটবলের স্বচ্ছ্বতা এবং উন্নয়নের জন্যই তাকে কমিটিতে আনা হয়েছে বলে বাফুফে সূত্র জানিয়েছে। এছাড়া মুনিম মুবাশশির দুদক সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসেবেও আছেন। ফলে কমিটিতে স্বচ্ছ্বতা রক্ষায় তিনি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফে এবং কমিটি নিয়ে ভুল তথ্য প্রচার রোধে ও স্বচ্ছতা নিশ্চিতে সেলিম সাদকে কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।