ম্যাচের তখনো ২৫ মিনিটও পেরোয়নি। এর মধ্যেই ১০ জনের দলে পরিণত মোহামেডান স্পোর্টিং ক্লাব।
জয়সূচক গোলটি সোলাইমান দিয়াবাতে করলেও জয়ের নায়ক আসলে সাকিবই। তার অসাধারণ দৃঢ়তায় প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারাতে সক্ষম হয় মোহামেডান। গত আসরে লিগের প্রথম লেগে জয় তুলে নিয়েছিল সাদা-কালোরা। এবারও এর পুনরাবৃত্তি করল।
দুই দলই নিজেদের আগের ম্যাচে পেয়েছে বড় জয়। তাই আত্মবিশ্বাসে কমতি ছিল না। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে লড়াই চলছিল সমানতালে। তবে ২৪ মিনিটে রাকিব হোসেনকে বক্সের বাইরে ফাউল করায় লাল কার্ড দেখেন সুজন। এরপর স্বাভাবিকভাবেই চাপটা বেশি পড়ে যায় মোহামেডানের ওপর। তবে সুযোগ নষ্ট করেনি।
গোলশূন্য বিরতির পর ৫৮ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন দিয়াবাতে। মাঝমাঠের কিছুটা নিচ থেকে রাহিম উদ্দিনের বাড়ানো থ্রু বল আমলে নিয়ে কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন তিনি। মালির এই ফরোয়ার্ড ব্যবধান বাড়ানোরও সুযোগ পেয়েছিলেন।
৭৪ মিনিটে বক্সের ভেতর রাহিমকে ফাউল করেন রিমন হোসেন। যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি দিয়াবাতে। তার নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ।
এরপর বাকিটা সময় কিংসের আক্রমণ সামলাতে হয় সাকিবকে। তবে পাল্টা আক্রমণে কিছু সুযোগও পায় মোহামেডান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা।
এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। এদিকে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দলের হয়ে জোড়া গোল (৫৫ ও ৬৮ মিনিটে) করেন নাবিব নেওয়াজ জীবন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এএইচএস