ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভিনির ‘প্রাপ্য’ ছিল: ব্যালন ডি’অরের সমালোচনায় রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ভিনির ‘প্রাপ্য’ ছিল: ব্যালন ডি’অরের সমালোচনায় রোনালদো

ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর পুরস্কার নিজের করেন নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। কিন্তু সবার প্রত্যাশা ছিল দুর্দান্ত ফর্মে থাকা ভিনিই এই পুরস্কারের যোগ্য।

দারুণ ফর্মের পাশাপাশি বেশ কয়েকটি শিরোপা জিতেও ভিনি যখন ব্যালন ডি’অর পায়নি তখনই শুরু হয় বিতর্ক। লম্বা সময় পর এই বিতর্কে এবার যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।  

গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে রোনালদো পুরস্কার পান মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের। ওই অনুষ্ঠানে ব্যালন ডি’অরের সমালোচনা করে পর্তুগিজ তারকা। জানান ভিনিসিয়ুসের সঙ্গে হয়েছে অন্যায়। পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাই।  

রোনালদো বলেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ফাইনালে গোল করেছেন। অন্য কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ যোগ্য, তখন তাকে পুরস্কৃত করা উচিত। আমার মতে, এটি অন্যায় হয়েছে। ’

ব্যালন ডি’অরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনাও করেন রোনালদো। সঙ্গে প্রশংসা করেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের। এই ব্যাপারে আল নাসর তারকা বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ। ’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।