ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল বসুন্ধরা কিংস অ্যারেনা/সংগৃহীত ছবি

বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে আজ বসেছিল তারুণ্যের উৎসব ২০২৫ অ্যামপিউটি ফুটবল আসর। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। অ্যামপিউটি ফুটবলে অংশ নেয়া দলগুলোর নাম ছিল জুলাই বিপ্লবে শহীদের নামে। দলগুলো হলো মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ।  

আগামী ৬-১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাফুফের আয়োজনে মঙ্গলবারের এই টুর্নামেন্টকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেও দেখছেন বাংলাদেশ অ্যামপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন (বাফা)। সেভেন এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রতিযোগিতা আয়োজন করতে পেরে খুশি বাফার সহ-সভাপতি বদিউজ্জামান আল আমিন, “আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের। ”

অ্যামপিউটি ফুটবলের শুরুটা হয়েছে শিপন মিয়ার হাত ধরে। কিন্তু দেশে এই ফুটবলের বিস্তৃতি নেই বলে আক্ষেপ তার, “আমি বাংলাদেশের প্রথম অ্যামপিউটি ফুটবলার। আমরা ৪-৫ জন মিলে শুরু করি এই খেলা। কিন্তু যেভাবে এর বিস্তৃতি হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমরা খুবই হতাশ। ”

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।