ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

কিংস অ্যারেনার নিরাপত্তা জোরদার করবে বসুন্ধরা-ফর্টিস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৩১ পিএম, জানুয়ারি ২২, ২০২৫
কিংস অ্যারেনার নিরাপত্তা জোরদার করবে বসুন্ধরা-ফর্টিস ছবি: সংগৃহীত

এবারের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস অ্যারেনাকে হোম ভেন্যু বানিয়েছে বসুন্ধরা কিংস এবং ফর্টিস এফসি। গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।

এরমধ্যে তৃতীয় পক্ষের উস্কানিতে মাঠের বাইরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় দর্শকরা। আগামীতে এই বিষয়ে দুই পক্ষই সচেতনতা বাড়াবে বলে জানিয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠের বাইরে যে ঘটনা ঘটেছে তার তদন্ত করেছে দুই দল মিলে। এরপর এক বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানানো হয়েছে। তদন্তে উঠে এসেছে তৃতীয় পক্ষের উস্কানিতে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিবৃতিতে বসুন্ধরা কিংস এবং ফর্টিস ক্লাব কর্তৃপক্ষ স্বাক্ষর করেছে।  

বিবৃতিতে বলা হয়, ‌‘গত ১৮ই জানুয়ারী ২০২৫ তারিখ ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস এর মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৪-২০২৫ এর খেলা শেষ বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়। ’

‘ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস একত্রিত ঘটনার পর্যালোচনা করে এবং উপযুক্ত প্রমাণসাপেক্ষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, একটি তৃতীয় পক্ষের উস্কানিমূলক আচরনে ঘটনার সূত্রপাত ঘটে। ফর্টিস ফুটবল ক্লাবের প্রেসিডেন্টকে নিয়েও বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় যার সাথে এই ঘটনার যোগসাজশ পাওয়া যায়। ’

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দুই ক্লাবই। এছাড়া আগামীতে মাঠের সুরক্ষা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস উভয় ক্লাব একত্রে উক্ত ঘটনাগুলোর তীব্র নিন্দা জানায়। যেহেতু বসুন্ধরা কিংস অ্যারেনা উভয় ক্লাবের হোম ভেন্যু তাই পরবর্তী সব ম্যাচেই দুই ক্লাব নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শকদের প্রতি ফর্টিস ফুটবল ক্লাব এবং বসুন্ধরা কিংস এর অনুরোধ যেন পরবর্তী সব ম্যাচেই নিরাপত্তারক্ষীদের সকল নির্দেশনা মেনে খেলা উপভোগ করেন এবং যে কোন প্রকার উস্কানিমূলক আচরণের ফাঁদে পা না দেয়। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এআর/আরইউ

বাংলাদেশ সময়: ৪:৩১ পিএম, জানুয়ারি ২২, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।