‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ড কাপ ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল।
সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭) এবং আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।
উপজেলা পর্যায়ে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাভার উপজেলা, রানার্স আপ হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। বালক বিভাগে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ উপজেলা, রানার্স আপ হয়েছে ধামরাই উপজেলা।
মহানগর পর্যায়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদপুর থানা আর রানার্স আপ হয়েছে লালবাগ থানা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রমনা থানা, রানার্স আপ হয়েছে মিরপুর থানা।
আন্তঃকলেজ টুর্নামেন্টের ফাইনালে রাজউক উত্তরা মডেল কলেজকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (প্রশাসন) মো. তারিকুজ্জামান নান্নু ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এআর/আরএইচ
বাংলাদেশ সময়: ১২:৫৮ এএম, জানুয়ারি ২৮, ২০২৫ /