লা লিগা ও প্রিমিয়ার লিগের দুই শিরোপা প্রত্যাশী দুইরকম রাত পার করলো। একদিকে স্পেনের শীর্ষ লিগে এসপানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার শীর্ষে থাকা রিয়ালের সামনে সুযোগ ছিল ৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু উল্টো ১-০ গোলে তাদের হারিয়ে দিয়েছে এসপানিওল। যদিও রিয়ালের শক্তিশালী আক্রমণভাগ শুরু থেকেই চেপে ধরেছিল স্বাগতিকদের। কিন্তু স্রোতের বিপরীতে ৮৫তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রিয়ালকে চমকে দেন এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। যদিও এর ২৪ মিনিট আগে এমবাপ্পেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। কিন্তু রিয়ালের দাবি ছিল লাল কার্ড।
রিয়াল অবশ্য শুরুর দিকেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ভিনিসিয়ুস জুনিয়র দারুণ শটে দূরের কর্নার দিয়ে বল জালে জড়িয়েছিলেন। কিন্তু আক্রমণের শুরুতে ফাউল করে গোলের বারোটা বাজিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর দারুণ প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়। এর কয়েক মিনিট পরে এমবাপ্পের শট ঠেকিয়ে রিয়ালকে হতাশ করেন এসপানিওল গোলকিপার হুয়ান গার্সিয়া।
আগামী ১১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে রিয়াল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। এর আগে একটি ধাক্কাও খেয়েছে রিয়াল। কারণ গত রাতে তাদের জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন।
আনচেলত্তির দল ম্যাচের শেষদিকে মরিয়া চেষ্টা চালিয়েছিল সমতায় ফেরার। এমনকি তাদের গোলরক্ষক কুর্তোয়া নিজেই কর্নার কিক থেকে ছুটে যান। কিন্তু এসপানিওল শান্ত থেকে রিয়ালকে মৌসুমের তৃতীয় হার উপহার দেওয়ার পাশাপাশি জয়ের ধারা থামিয়ে দেয়।
একই রাতে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ের পর আতলেতিকোর ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট হলো। রিয়ালের মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শীর্ষে থাকা অলরেডরা ৯ পয়েন্টে এগিয়ে গেছে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। আর দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। সমান পয়েন্ট তিনে থাকা নটিংহাম ফরেস্টেরও।
বোর্নমাউথের বিপক্ষে দুটি গোলই করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এবারের লিগে তার গোলসংখ্যা ২১টি। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। এ নিয়ে পঞ্চমবারের মতো লিগে ২০ বা তার বেশি গোল করলেন তিনি। সবমিলিয়ে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা এখন ১৭৮টি। যা তাকে এই লিগের ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা বানিয়ে দিয়েছে। ১৭৭ গোল নিয়ে সাতে নেমে গেছেন চেলসির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এমএইচএম