ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

ফুটবল

তরেসের হ্যাটট্রিকে ভালেন্সিয়াকে উড়িয়ে সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
তরেসের হ্যাটট্রিকে ভালেন্সিয়াকে উড়িয়ে সেমিতে বার্সা ছবি: সংগৃহীত

ভালেন্সিয়ার মাঠে আলো ছড়ালেন ফেররান তোরেস। প্রথমার্ধেই পূর্ণ করে নিলে হ্যাটট্রিক।

গোলে পেলেন ফেরমিন লোপেস ও লামিনে ইয়ামালও। বড় জয়ে তারা নিশ্চিত করেছে কোপা দেল রের সেমিফাইনাল।  

গতকাল রাতে মেস্তায়া স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালে ভালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।  

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে তরেসকে খুঁজে নেন বাল্দে। প্রথম স্পর্শেই বক্স থেকে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ইয়ামালের শট গোলরক্ষকের পাঁ ছুয়ে বেরিয়ে আসে। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তোরেস।

ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান ফের্মিন। পেদ্রির পাস থেকে ছুটে গিয়ে জাল খুঁজে নেন তিনি। ৩০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। পেদ্রি থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে তাকে খুঁজে নেন রাফিনিয়া। দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পর আগের মতেই খেলতে থাকে বার্সেলোনা। ফের গোল পায় তারা। ৫৯তম মিনিটে গোলটি করেন লামিনে ইয়ামাল। রাফিনিয়া থেকে পাওয়া বল বক্স থেকে শট নেন তিনি। প্রতিপক্ষের পা ছুঁয়ে সেটি জালে জড়ায়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।